করোনাকালে ফের আতঙ্ক ধরাল ভূমিকম্প, মৃদু কম্পন কলকাতাতেও
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মালদা সহ বিভিন্ন জেলায। মৃদু কম্পন অনুভূত হয়েছে মুর্শিদাবাদেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.4।
বুধবার সকাল 7:51 মিনিটে প্রথম আসামের সোনিতপুরে কম্পন অনুভূত হয়। 7:54 নাগাদ ফের কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই কম্পনে এরাজ্যে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রাজ্যে করোনা চিকিৎসায় বাড়লো আরো সাড়ে তিনশো কোভিড বেড
আসামের বেশ কয়েকটি বাড়িতে ভূমিকম্পের ফলে ফাটল দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। গুয়াহাটি থেকে 11 কিলোমিটার উত্তর-পূর্বে এই কোম্পানির তীব্রতা ছিল অনেকটাই বেশি।
কোচবিহার জেলায় কম্পন অনেকক্ষণ স্থায়ী ছিল। ভবানীগঞ্জ এলাকায় সাত সকালে বাজারে বেরিয়ে থমকে দাঁড়ান অনেকেই। থমকে যায় যানবাহন চলাচল। তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক।