Coronavirus Cases India: 24 ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লক্ষ 60 হাজার 960

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত 24 ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লক্ষ 60 হাজার 960। মঙ্গলবারের তুলনায় প্রায় 37 হাজার বেশি আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 3,293 জনের। করোনায় দেশে মোট এ পর্যন্ত মৃত্যুর সংখ্যাও পার করলো দু’লক্ষের গন্ডি।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 79 লাখ 97 হাজার 268। দেশের সক্রিয় রোগীর সংখ্যা 29 লক্ষ 78 হাজার 709 জন। গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 17 লক্ষেরও বেশি।

প্রতি পাঁচজনের মধ্যে একজনের রিপোর্ট এসেছে পজিটিভ। ভয়াবহ পরিস্থিতি মাঝেই দেশজুড়ে চলছে টিকাকরণ। গত 24 ঘণ্টায় টিকা নিয়েছেন 25 লক্ষ 56 হাজার 181 জন।

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে 14 কোটি 78 লাখ 27 হাজার 367 জনকে।

অন্যদিকে করোনার বাড়বাড়ন্তে উত্তরপ্রদেশের একাধিক বড় শহরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কোভিডে জর্জরিত জেলাগুলিতে নজরদারির জন্য নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। প্রশাসনের কাজ কর্ম এবং যাবতীয় জমায়েত গাফিলতির ওপর নজর রাখবেন আধিকারিকরা। এরপর সেই রিপোর্ট জমা দেওয়া হবে হাইকোর্টে।

লখনৌ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর, আগ্রা, গোরক্ষপুর,গাজিয়াবাদ,গৌতম বুদ্ধ নগর, ঝাঁসি জেলা শাসকদের হাইকোর্টে তরফে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে সেখানে নিয়োগ করতে হবে একজন করে নোডাল অফিসার।

একইসঙ্গে হাই কোর্টের তরফে জানানো হয়েছে কোভিড সংক্রান্ত চিকিৎসায় কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সংক্রান্ত সমস্ত তথ্য নোডাল অফিসারকে দিতে হবে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের নামে কোভিড বিধি লঙ্ঘন নিয়ে উত্তর প্রদেশের রাজ্য নির্বাচন কমিশনের নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট।

সম্পর্কিত পোস্ট