শীতলকুচির পুননির্বাচনে ফের উত্তেজনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১০ এপ্রিল চার জনের মৃত্যু ঘটনার পর বৃহস্পতিবার শেষ দফার নির্বাচন চলছে কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে। কিন্তু এদিন সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপির একটি গাড়ি বুথের ২০০ মিটারের মধ্যে প্রবেশ করে বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। তাঁর অভিযোগ, বুথের ২০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের পোস্টার অথবা ব্যানার থাকার কথা নয়। অথচ বিজেপি প্রার্থীর গাড়ি রয়েছে।

ঘটনাস্থলে শীতলকুচির আইসির সঙ্গে বিতর্কে জড়ান তৃণমূল প্রার্থী। পুলিশ কমিশনের তাবেদারি করছে বলে অভিযোগ তোলেন তিনি।

পাল্টা বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন জানিয়েছেন, ভুলবশত গাড়িটি ওই জায়গায় রাখা হয়েছিল। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সাধারণ বিষয়টিকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল।

সম্পর্কিত পোস্ট