তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র বেলেঘাটা, একে অপরের দিকে চলে পাথরও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শেষ দফার নির্বাচনেও জারি অশান্তি। খাস কলকাতায় সেই ছবি ধরা পড়ল। বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র বেলেঘাটা। একজন বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। পুলিশ ঘিরে চলে বিক্ষোভ।

বিজেপির তরফে অভিযোগ, এলাকায় বিজেপি সমর্থকদের বিজেপি কর্মীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এরপর দুই দলের মধ্যে হাতাহাতি এমনকি ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছু কর্মীর ওপর বাঁশ, লাঠি এবং হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

বেশ কিছু বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে পাথর ছোঁড়া, এমনকি বোতল ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। পুলিশ উপস্থিত হতেই তাঁদেরকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি। পুলিশ এসে অবৈধ জমায়েত সরায়। এলাকায় মোতায়েন করা হচ্ছে বিরাট পুলিশ বাহিনী।

 

সম্পর্কিত পোস্ট