লখনউয়ে আততায়ীদের গুলিতে নিহত বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে আততায়ীদের হাতে নিহত হলেন ‘বিশ্ব হিন্দু মহাসভার’ সভাপতি রঞ্জিত বচ্চন। ঘটনাটি ঘটেছে লখনউয়ের হজরতগঞ্জ এলাকায়। ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, রবিবার সকালে হজরতগঞ্জ এলাকার সিডিআরআই ভবনের কাছে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চন। সেই সময়েই বাইকে চেপে আসা দুষ্কৃতীরা রঞ্জিতের মাথা লক্ষ্য করে গুলি চালায়। ফোন কেড়ে নেওয়া হয় রঞ্জিতের। একের পর এক গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির আঘাতে ঘায়েল হন রঞ্জিতের ভাইও। নিকটবর্তী হাসপাতালে ভর্তি কড়া হয়েছে তাঁকে। ঘটনার পর থেকে পলাতক আততায়ীরা।

ঘটনার তদন্তের জন্য ছয়টি বিশেষ দল গঠন কড়া হয়েছে। যতদ্রুত সম্ভব দোষীদের ধরা হবে বলে জানিয়েছেন মধ্য লখনউ ডেপুটি কমিশনার দীনেশ সিংহ। ঘটনাটি খতিয়ে দেখার জন্য নিকটবর্তী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান ঘটনাস্থলেই লুকিয়ে রয়েছে আততায়ীরা। এলাকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

নিহত রঞ্জিত বচ্চন একসময় সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর। পরে বিশ্ব হিন্দু মহাসভায় যোগ দেন তিনি। এমনটাই সূত্রের খবর।

 

 

সম্পর্কিত পোস্ট