BREAKING- করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে আংশিক লকডাউন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় এবার নিষেধাজ্ঞার রাস্তায় হাঁটাল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, বার, সুইমিংপুল, বিউটি পার্লার, স্পা, স্পোর্টস কমপ্লেক্স গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করা হল।
তবে এই অবস্থায় খাবার, ওষুধ-সহ অন্যান্য সামগ্রীর হোম ডেলিভারি এখনই বন্ধ করছে না রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে দিনের বাজার নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে। সকালবেলায় বাজার খোলা থাকবে 7 টা থেকে 10 টা পর্যন্ত এবং বিকেল বেলায় বাজার খোলা থাকবে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত।
উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের জন্য ১০ দিনের আইসোলেশনই যথেষ্ট, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
শুধুমাত্র জরুরী প্রয়োজনের ভিত্তিতে যে সমস্ত দোকান দরকার যেমন মুদিখানা ওষুধের দোকান এগুলি খোলা থাকবে। বাকি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিনের বিজ্ঞপ্তিতে জমায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত সামাজিক সাংস্কৃতিক বিনোদনমূলক ও শিক্ষামূলক জমায়েত এই সময় নিষিদ্ধ করা হয়েছে।
বিজয় মিছিল বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছে তা কঠোরভাবে মানার কথা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিন বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে কোনভাবে এই বিজ্ঞপ্তি অমান্য করা হলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে কড়া শাস্তির মুখে পড়তে হবে নাগরিকদের।