করোনার থাবা পুর্ব রেলে, বাতিল একাধিক ট্রেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শিয়ালদহ শাখায় করোনা আক্রান্ত ৭৫০ জন রেলকর্মী। জার কারণেই বাতিল করা হল শিয়ালদহ সেকশনের ৫৪ জোড়া ট্রেন।

সূত্রের খবর, পুর্ব রেলে করোনা আক্রান্তের সংখ্যা ১২০০ পার করেছে। আইসোলেশনে রয়েছেন বহু কর্মী। কর্মী না থাকার  কারণে বাতিল হচ্ছে একাধিক ট্রেন।

ইতিমধ্যেই হাওড়া শাখায় কাজের জন্য বাতিল করা হয়েছে ২০ জোড়া ট্রেন। যদিও এর জন্য কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন রেল আধিকারিকরা। কারণ প্রতিদিন ৪৮৮ জোড়া লোকাল ট্রেন চলে প্রতিদিন। ২০ জোড়া বন্ধ থাকায় প্রভাব পড়বে না।

অন্যদিকে শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন চলে ৯২০ জোড়া। ৫৪ জোড়া বন্ধ থাকায় প্রভাব সেভাবে পড়বে না বলে মনে করছেন রেল আধিকারিকরা।

তবে একাধিক ট্রেন বাতিল থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে আম জনতাকে। অনেকেই বলছেন ট্রেন বাতিল হওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে অনেক।

সম্পর্কিত পোস্ট