বৃহস্পতিবার বিকেল থেকেই শহরে বৃষ্টিপাতের সম্ভবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার থেকে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। কিন্তু বুধবার থেকে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে বিপরীত ঘুর্ণাবতের জেরে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করেছে। তার কারণেই বুধবার সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ।

আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারও আকাশ মেঘলা থাকার সম্ভবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং দুই মেদিনীপুরে আংশিক বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার বিকেলের পর থেকে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। যদিও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশী হওয়ার সম্ভবনা রয়েছে। যার জেরেই সপ্তাহান্তে শীত ঘুরে আসতে পারে বলে মনে করছেন আবহাওয়াবীদরা।

মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করে। বুধবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭-৯৭ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও খবর নেই।

সম্পর্কিত পোস্ট