হেস্টিংসে শপথ বাক্য পাঠ নবনির্বাচিত বিজেপি বিধায়কদের, ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে শুরু ধর্ণা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজই দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের শপথ গ্রহণ করছেন তখনই হেস্টিংসের দলীয় কার্যালয়ে দলের নবনির্বাচিত বিধায়ক, সাংসদ এবং দলীয় কর্মীদের নিয়ে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে শপথবাক্য পাঠ করাবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও তিনি যাননি। দিলীপ ঘোষ জানান, ভোটের পর যে ভাবে গোটা রাজ্য জুড়ে আমাদের কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেই কারণে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাব না।

এদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডর উপস্থিতিতে দলীয় কর্মী, বিধায়কদের ভোকাল টনিকের মাধ্যমে উজ্জীবিত করার প্রয়াস চালালেন বিজেপি নেতৃত্বরা। শপথ গ্রহণের পর হেস্টিংসের দলীয় কার্যালয়ের সামনে তৈরি মঞ্চে ধরনা কর্মসূচি শুরু করেছেন বিজেপি নেতৃত্বরা।রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহা সহ অন্যান্যরা।

শপথ নিয়ে হিংসা বন্ধের বার্তা মমতার

উল্লেখ্য সোমবারই দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন গোটা রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল। ভেঙে দেওয়া হচ্ছে ঘরবাড়ি । লুটপাট করা হচ্ছে জিনিসপত্র। এমনকি ভোট-পরবর্তী হিংসায় ৬ বিজেপি কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

হুঁশিয়ারি দিয়ে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এভাবে চলতে থাকলে বিজেপি চুপ করে বসে থাকবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে।

উল্লেখ্য এদিনের ধর্না কর্মসূচি শেষে কি বার্তা দেন বিজেপি নেতৃত্বরা, সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট