কোভিড মোকাবিলায় বন্ধ লোকাল ট্রেন, জারি একগুচ্ছ নির্দেশিকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  শপথ নিয়েই বুধবার করোনা মোকাবেলায় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক শেষে বেশ কিছু বড় ঘোষণা করে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।একইসঙ্গে জানানো হয়েছে অর্ধেক সংখ্যায় চলবে মেট্রো এবং সরকারি বাস। বিমানে যাতায়াত করতে গেলে কোভিদ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।

বেঁধে দেওয়া হয়েছে কাজের সময় সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সকাল 10 টা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

গয়নার দোকান খোলা থাকবে 12 টা থেকে দুপুর তিনটে পর্যন্ত। এবং আংশিক লকডাউন এ যে সমস্ত নির্দেশিকা রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছিল আপাতত বহাল থাকছে সেইসব নির্দেশিকা অনির্দিষ্টকালের জন্য।

সম্পর্কিত পোস্ট