আজ থেকে বন্ধ লোকাল, ভিড় বাড়ছে বাসে- সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় নিত্যযাত্রীরা

দ্য কোয়ারি ডেস্ক: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। করোনা মোকাবিলায় বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমে গিয়েছে মেট্রো এবং বাসের সংখ্যা।

বৃহস্পতিবার সকাল থেকেই স্টেশনগুলি কার্যত ফাঁকা। তবে রাস্তাঘাটে ধরা পরল উল্টো ছবি। জেলা এবং কলকাতার বিভিন্ন বাস ডিপোগুলিতে লাইন দিয়ে বাসে উঠতে দেখা গেল সাধারণ মানুষকে।

বহু সাধারণ মানুষ রয়েছেন যারা লোকাল ট্রেনের ওপর নির্ভর করে কলকাতায় আসেন। রুটি রুজির সন্ধানে একপ্রকার বাধ্য হয়েই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাদের।

নেই পর্যাপ্ত বাস। আবার অন্যান্য জায়গায় গাদাগাদি করে বাসের মধ্যে একসঙ্গে অনেক যাত্রীর উঠে পড়ায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বাসযাত্রীরা। সংক্রমণ কমানোর কমানোর লক্ষ্যে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সাধারণ মানুষের পক্ষে কতটা সুখকর হবে সে প্রশ্নও তুলেছেন অনেকে।

অন্যদিকে,জরুরী পরিষেবা দিতে গিয়ে ক্রমশ করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্যাংক কর্মীরা। সেই কথা মাথায় রেখেই কমে গিয়েছে ব্যাংকের সময়। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক এবং মাসের প্রত্যেক শনিবারই ব্যাংক বন্ধ থাকবে।

জানানো হয়েছে কোন অনুষ্ঠানে 50 জনের বেশি জমায়েত করা যাবে না। এক্ষেত্রে অনুমতি নিতে হবে প্রশাসনের। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে 50% কর্মী নিয়ে কাজ করার নির্দেশিকা জারি করা হয়েছে। বেসরকারি সংস্থা গুলির ক্ষেত্রে work-from-home এর ওপর জোর দিতে বলা হয়েছে বেশির করে।

কারখানা ও চা বাগানে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে প্রতি শিফটে 50% কর্মী নিয়ে কাজ করার কথা জানানো হয়েছে। বিমানযাত্রী ও দূরপাল্লার ট্রেনের যাত্রীদের rt-pcr টেস্ট বাধ্যতামূলক।

সম্পর্কিত পোস্ট