কোষাগার সামলাতে অমিতেই ভরসা মমতার, রবিবাসরীয় দুপুরে শপথ গ্রহণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ 2021 এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 213 টি আসন নিয়ে জয়ী হয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল এবারের মন্ত্রিসভায় কারা ঠাঁই পেতে পারেন? সেই সঙ্গে অর্থমন্ত্রকের দায়িত্বে এবারকার ঘাড়ে বর্তাবে?

প্রাথমিকভাবে জানা যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনের মধ্যেই কেউ অর্থমন্ত্রকের দায়িত্ব সামলাতে পারেন। তবে রাজ্য রাজনীতি অন্দরে প্রশ্ন থেকেই যাচ্ছিল, অমিত মিত্র গত 10 বছর ধরে যেভাবে অর্থমন্ত্রক সামলে এসেছেন আদৌ পার্থ চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেক্ষেত্রে কতটা সফল হবেন?

কালীঘাট সূত্রে জানা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চাইছেন অমিত মিত্রের কাঁধেই অর্থ মন্ত্রকের গুরুদায়িত্ব বহাল রাখতে। কারণ বর্তমানের করোনা পরিস্থিতিতে আর্থিক পরিকাঠামো সামলাতে অমিত মিত্রের মত দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন।  সামনেই বাজেট। যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতে গেলে বাজেটের সঠিক দিশা প্রয়োজন। সেক্ষেত্রে অমিত মিত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শীতলকুচির ঘটনার তদন্তে এসআইটি গঠন করল রাজ্য

তার ওপর রাজ্যের কাঁধে রয়েছে ঋণের বোঝা। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই অমিত মিত্র অভিজ্ঞতার ওপরই আস্থা রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালিঘাট সূত্রে জানা গিয়েছে, অমিত মিত্র রাজি হয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার শপথ নেবেন তিনি। শীর্ষস্তরের এক তৃণমূল নেতার কথায়, আপাতত অমিত মিত্র অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। ছয় মাস পর বিবেচনা করে দেখা যাবে কি হবে।

উল্লেখ্য এবারে অনেক পুরনো মুখেই টিকিট পানি নির্বাচনে। খড়দা থেকে অমিত মিত্রকে টিকিট দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজি হননি তিনি। তাতে সহমত প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান কাজল সিনহাকে টিকিট দেন।

নির্বাচনের আগের দিন করণায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় তাকে। নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই মারা যান তিনি ।তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি ফের অমিত মিত্রকে খড়দা থেকে উপনির্বাচনে টিকিট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? যদিও সেই জল্পনা এখনি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই ।

রবিবার বেলা 1 টা 15 মিনিটে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। প্রথম দফায় ছোট তালিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ দপ্তর গুলির মন্ত্রীদের শপথ গ্রহণ করিয়ে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে হয়ত সেদিন শপথ নিতে দেখা যেতে পারে অমিত মিত্রকে।

সম্পর্কিত পোস্ট