ফের একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবারেও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করল। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪,১৪,১৮৮ জন। এখনও অবধি এই সংখ্যা সর্বাধিক বলে মনে করা হচ্ছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,১৪,৯১,৫৯৮ জন।

করোনার কবলে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩,৯৮০ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা ২,৩৪,০৮৩ জন। এই মুহুর্তে মৃতের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭,৬৪০ জন। কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪১,৯৫৩ জন। কর্ণাটকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পার করেছে। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২৩,৩১০। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩১,১১১ জন।

কোভিডের রাশ টানতে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছেন রাজস্থান এবং কেরল। একেবারে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে রাজস্থান। অন্যান্য রাজ্যগুলি করোনা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছে।

এই মুহুর্তে করোনার মধ্যেই দেশে পর্যাপ্ত চিকিৎসার অভাব এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। করোনার ঢাল হিসাবে দেশজুড়ে ১৮ বছরে উর্ধ্বে টিকাকরণ শুরু করা হলেও একাধিক জায়গায় ভ্যাকসিনের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট