ভোট পরবর্তী অশান্তি নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের পরেও রাজ্যজুড়ে অশান্তি অব্যহত। যা নিয়ে ভোটের পরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের পরে কোথায় অশান্তি এবং সেই ঘটনায় কী কী অভিযোগ জমা পড়েছে? স্বরাষ্ট্রসচিবের কাছে হলফনামা আকারে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার শুনানির জন্য ৫ সদস্যের একটি বিশেষ বেঞ্চ গঠক করে কলকাতা হাইকোর্ট। যে মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। সেখানে পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি অভিযোগ জানালেও কোনও উত্তর মিলছে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট তলব করল পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। সেখানে হলফনামা আকারে জবাব চেয়েছে আদালত। আগামী সোমবার দুপুর ২ টো থেকে ফের শুরু হবে মামলার শুনানি। সেখানেই রাজ্যের কোথায় কোথায় অশান্তি, কি কি অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে আদালত।

ভোটের পরেও অব্যহত রাজনৈতিক হিংসা। জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি। কোচবিহারের চিলাখানা থেকে পুর্ব মেদিনীপুরের খেজুরি এবং কাঁকুড়্গাছি থেকে খানাকুল অশান্তির খবর সর্বত্র। এছাড়াও নদীয়া, সোনারপুর, সিতাই, রায়না, আলিপুরদুয়ার সমস্ত জায়গাতেই হিংসার ছবি উঠে আসছে বারবার।

ভোট পর্বর্তী হিংসার অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে উপস্থিত হয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। বৃহস্পতিবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপির সঙ্গে বৈঠক করেন তাঁরা।প্রায় ঘন্টাখানেক ধরে রাজভবনে চলে বৈঠক।

 

সম্পর্কিত পোস্ট