বিধানসভায় কামাই নয়, শুরুতেই বার্তা স্পিকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তৃণমূলের এই নেতা বিধানসভা কক্ষে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ বলেই জানা যায়। কিন্তু বিধানসভায় গত দু’বার বিধায়কদের উপস্থিতি নিয়ে তাঁর অভিজ্ঞতা মোটেই ভালো নয়। প্রথম দিনেই তা প্রকাশ করলেন বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে স্পিকার পদে নির্বাচনে জয়ী হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই তিনি বলেন, আমরা প্রত্যেকেই জনপ্রতিনিধি। আমরা মানুষের দ্বারা নির্বাচিত হয়ে এসেছি। জনগণের প্রত্যাশাপুরণ করাই আমাদের প্রধান লক্ষ্য। বিধানসভা চলাকালীন অহেতুক কোনও কারণে আসবেন না। এটা দয়া করে করবেন না।
তিনি আরও বলেন, বিধানসভায় একটি কমিটি গঠন হবে। আপনারা কমিটির সদস্য হবেন। যেগুলি খুবই গুরুত্বপূর্ণ কমিটি। অতীতের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি আমাদের কিছু কিছু সদস্য রয়েছে যারা খুব কম গুরুত্ব দেন। এটা ঠিক না। বিধানসভায় জনগণের কথা বলবেন। এটাই মানুষ চায়। সেজন্য নির্বাচিত করে পাঠিয়েছেন।
সমস্ত বিধানসভার সদস্যের প্রতি আবেদন জানিয়ে বলেন, যারা নির্বাচিত হয়ে এসেছেন তাঁরা সকলেই বিধানসভায় আসবেন। বিভিন্ন ঘরানার মানুষ রয়েছেন এই বিধানসভায়। শিক্ষক থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং খেটে খাওয়া মানুষ সকলেই রয়েছেন। বর্ণময় বিধানসভার গরিমা বজায় রাখার দায়িত্ব আপনাদেরই।
গত দু’দফায় তৃণমূলের শাসনকালে স্পিকার পদে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তখনও বিধানসভার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবারে শুরুতেই সাবধান করে দিলেন বিধায়কদের।
এদিন অধ্যক্ষ পদে শপথের সময় উপস্থিত ছিলেন না বিজেপি দলের কোনও প্রতিনিধি। রাজ্যে ভোট পরবর্তী হিংসার জেরে বিধানসভা বয়কট করেছেন তাঁরা।