চলতি মাসের শেষেই মেয়াদ শেষ মুখ্যসচিবের, মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: চলতি মাসের শেষেই মেয়াদ শেষ হচ্ছে বর্তমানে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তবে মেয়াদ শেষ হয়ে গেলেও তাকে এখনই ছেড়ে দিতে চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সে কারণেই তার মেয়াদ বাড়ানোর অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার।
নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্যের যুক্তি কোভিড পরিস্থিতি সামলাতে আলাপনের অভিজ্ঞতা কাজে লাগবে।
তাছাড়া নতুন সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যেও সমন্বয় সাধন করতে পারবেন তিনি। সাধারনত রাজ্য সরকার চাইলেই মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি করতে পারেনা।
এক্ষেত্রে কেন্দ্রের অনুমতি বিশেষভাবে প্রয়োজন। আর সে কারণেই এই অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত,১৯৮৭ ব্যাচের এই আইএএস অফিসার এর আগে রাজ্যের পরিবহণ, এমএসএমই, স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব সামলেছেন।
গতবছর সেপ্টেম্বর মাসে তিনি মুখ্যসচিবের পদে বসেন।মমতা বন্দ্যপাধ্যায়ের আমলে রাজ্যের একাধিক দপ্তরের সচিবের দায়িত্ব পালন করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিব হিসেবে আমফান এবং করোনার ধাক্কা সামলেছেন।
নতুন সরকার আসার পর আলাপন বন্দ্যোপাধ্যায় এর মতো অভিজ্ঞ অফিসারকে হারাতে হলে মুশকিলে পড়তে পারে রাজ্য সরকার।
মূলত সে কথা ভেবেই মুখ্য সচিবের মেয়াদ আরও তিন মাস বাড়াতে চাইছে রাজ্য সরকার। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ইনিংসে একইভাবে তৎকালীন মুখ্য সচিব সমর ঘোষের মেয়াদে কিভাবে বাড়ানো হয়েছিল। এবার তারই পুনরাবৃত্তি হয় কিনা সেটাই দেখার।