করোনা রুখতে তৎপর রাজ্য, সরকারী হাসপাতালে খোলা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড

ইতিমধ্যেই বাংলায় নেওয়া হয়েছে সতর্কতা। করোনা ভাইরাস নিয়ে বাংলায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্যদপ্তর।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। ইতিমধ্যেই বাংলায় নেওয়া হয়েছে সতর্কতা। করোনা ভাইরাস নিয়ে বাংলায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্যদপ্তর।

বেলেঘাটা আইডি এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। বাড়ানো হয়েছে শয্যাসংখ্যাও। এছাড়াও পৃথক নার্স এবং চিকিৎসকের বন্দোবস্তও করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আরও চারটি মেডিক্যাল কলেজে আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দপ্তরের তরফে। গত ১ ফেব্রুয়ারী স্বাস্থ্য ভবনে এই সংক্রান্ত বৈঠকও হয়েছে।

আরও পড়ুূনঃ গোপন করা হয়েছিল করোনা ভাইরাসের তথ্য, স্বীকারোক্তি চিনের

যে চারটি হাসপাতালে খোলা হবে আইসোলেশন ওয়ার্ড:

এসএসকেএম হাসপাতাল, কলকাতা

স্কুল অফ ট্রপিকাল মেডিসিন, কলকাতা

ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা

কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল, কামারহাটি

সম্পর্কিত পোস্ট