গোয়া হাসপাতালে ২৬ জন কোভিড রোগীর মৃত্যু, হাইকোর্টের তদন্ত চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোয়া হাসপাতালে ২৬ জন কোভিড রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে গোয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালে ২৬ জন রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
গোয়া স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এদিন সকালেই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানিয়েছেন রাত্রি ২ টো থেকে ভোর ৬ টার মধ্যে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোভিড ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতির কারণেই এই ঘটনা ঘটেছে।
যদিও কি কারণে এই ঘটনা ঘটেছে, তার তদন্ত চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ঘটনার পিছনে কি কারণ রয়েছে তার তদন্ত অবশ্যই হাইকোর্টকে করতে হবে। কত পরিমাণ অক্সিজেন সাপ্লাই হয়েছে তার তালিকা তৈরি করতে হবে আদালতকে।
তিনি আরও বলেন, যদি অক্সিজেনের ঘাটতির ফলেই এই ঘটনা ঘটে থাকে তবে তা পুরণ করতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেবিষয়েও আলোচনা করা প্রয়োজন। এর জন্য তিন নোডাল অফিসারের একটি টিম গঠন করা হয়েছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে।