করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ভারতে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুটা বাড়ল করোনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংকট বাড়িয়ে সর্বাধিক মৃত্যু দেশজুড়ে৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৮,৪২১ জন। মৃত্যু হয়েছে ৪১৮৭ জনের। এখনও অবধি ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৩৩,৪০,৯৩৮ জন। মোট মৃতের সংখ্যা ২,৫৪,১৯৭ জন।
তবে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৩,৫৫,৩৩৮ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,০৪,০৯৯ জন।
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪০,৯৫৬ জন। কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯,৫১০ জন। কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭,২৯০ জন। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৪৪৫ জন। পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০,১৩৬ জন।
বিশ্বের ৪৪ টি দেশে মিলেছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সন্ধান। বি.১.৬১৭ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর মধ্যে স্বস্তির খবর ২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের অনুমোদন পেয়েছে ভারত বায়োটেক।