নাটকের স্ক্রিপ্টে বিতর্কিত সংলাপ, ক্রমাগত জেরা চলছে স্কুল পড়ুয়াদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংসদে বিল পাশ হওয়ার পর থেকেই দেশের একাধিক প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। এরকমই ২১ জানুয়ারি কর্ণাটকের বিদোরে শাহিন ইনস্টিটিউটে সিএএ এর প্রতিবাদে একটি নাটক মঞ্চস্থ করা হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই দেশদ্রোহিতার অভিযোগ উঠতে শুরু করে।

আরও পড়ুনঃ শাহিনবাগ ছাড়া কোনও ইস্যু নেই, তাই এই ষড়যন্ত্র করছে বিজেপিঃ কেজরিওয়াল

পুলিশের তরফে দাবী করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে নাটকের স্ক্রিপ্টে। এমনকি ঘটনায় স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । গ্রেফতার করা হয় স্কুল শিক্ষিকা এবং এক অভিভাবককে। যদিও স্কুল মায়নেজমেন্টের দাবী, কোনও ভুল তাঁরা করেননি।

 

স্কুল ম্যানেজমেন্টের দাবী প্রায় ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাঁদের। সেখানে প্রায় ২০ হাজারের অধিক পড়ুয়া রয়েছে। যারা নাটকে অংশগ্রহণ করেছেন তাঁদের সকলের বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে। তাঁদের বিরুদ্ধে কেন দেশদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে? প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

আরও পড়ুনঃ রাম মন্দির নির্মাণের দায়িত্বভার তুলে দেওয়া হল “শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র” ট্রাস্টের ওপর

২৬ শে জানুয়ারি সমাজকর্মী নীলেশ রাখায়েলের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১২৪ ধারায় মামলা দায়ের করা হয়। ৩০ শে জানুয়ারি গ্রেফতার হন প্রধান শিক্ষিকা ফরিদা বেগব এবং অভিভাবক নাদামুন্নিসা। নাতকের স্ক্রিপ্ট কে লিখেছে তা জানার জন্য ক্রমাগত পড়ুয়াদের জেরা করছে পুলিশ। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা করে জেরা চলছে অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট