রাজ্যে ফের প্রশাসনিক ও পুলিশি রদবদল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর পুলিশ ও প্রশাসনে ফের বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গের আইজি হিসাবে নিয়োগ করা হয়েছে দেবেন্দ্র প্রসাদ সিংকে।
কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে বিশাল গর্গকে। তিনি এতদিন আইজি উত্তরবঙ্গের দায়িত্ব সামলাচ্ছিলেন। সেখান থেকে তাকে কলকাতায় তুলে নিয়ে আসা হল। একইভাবে তার জায়গায় নিয়ে আসা হল শিলিগুড়ির পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রসাদ সিংকে। ব্যারাকপুরের ডিসি করা হয়েছে শ্রীহরি পান্ডেকে।
নির্বাচনের সময় শ্রীহরি পান্ডেকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল। রাজ্য সরকার তাকে আবার সেই পদে পুনর্বহাল করল। একইভাবে সব্যসাচী রমন মিশ্রকে ডিআইজি সিআইএফ ওয়েস্টবেঙ্গল করা হল। এদিন মোট সাতজন পুলিশ আধিকারিককে রদবদল করা হয়।
করোনা ভ্যাকসিন কারখানার জন্য জমি দিতে প্রস্তুত রাজ্য, মোদিকে চিঠি মমতার
পাশাপাশি বীরভূম জেলার জেলাশাসক কেও এদিন বদলি করা হয়েছে। এই জেলার নতুন জেলা শাসক হলেন বিধান রায়। বীরভূমের জেলাশাসক বিপি কারনানকে বিশ্ববাংলা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। এতদিন পর্যন্ত নিখিল নির্মলবিশ্ববাংলা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন।
তাকে বদলি করা হল টেক্সটাইলের ডিরেক্টর পদে। একইভাবে হাওড়া পুরনিগমের কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক তিওয়ারিকে। তার বদলে নয়া কমিশনার হয়েছেন ধবল জৈন। একই সঙ্গে তাকে হাওড়ার এডিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।