সোমবার থেকে অগ্নিগর্ভ গাজা, মৃত ৬৭

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোলাবাজির পর রকেটের হামলা গত তিন ধরে অশান্ত ইজরায়েল। ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষে চলা লড়াইয়ে ক্ষতিগ্রস্ত জেরুজালেমের একাংশ। ইজরায়েলের রকেটের হামলায় ১০ প্রথম সারীর হামাস নেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত তিন দিনে দুই পক্ষের সংঘর্ষ ১৪ সালের সংঘর্ষকে ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

প্যালেস্তাইন থেকে মঙ্গলবার প্রায় ২০০ টি রকেট ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে রাতের আকাশে তারাদের মতো রকেটের আনাগোনা।

ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে সোমবার থেকে এখনও অবধি প্রায় ১০০০ টি রকেট ব্যবহার হয়েছে। আতঙ্কিত গাজা শহরের বহু মানুষ। ঘটনায় দু’পক্ষের ৩৫০ মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অনেককে শহর থেকে দূরে নিরাপদস্থলে নিয়ে যাওয়া হচ্ছে।

গোটা ঘটনা নিয়ে জরুরীকালীন বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জ। দুই দেশের মধ্যস্থতা করার জন্য প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দু’পক্ষকেই হিংসার ঘটনা থেকে বিরত থাকার জন্য বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবারেও একাধিক জায়গায় হামলার খবর উঠে আসছে। বেশ কয়েকটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।

দুই পক্ষের গোলাবর্ষণে মৃত্যু হয়েছে এক ভারতীয় মহিলার। ২০১৪ এর পর ফের ইজরায়েলের ঘটনা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব।

সম্পর্কিত পোস্ট