করোনা আক্রান্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন মা অন্নপূর্ণা কোভিড হেল্পডেস্ক

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে মা অন্নপূর্ণা কোভিড হেল্পডেস্ক সদস্যরা মধ্যমগ্রাম বাজারে  স্যানিটাইজার ও মাস্ক বিতরণের মাধ্যমে সচেতনতা প্রচার চালান গোটা এলাকা জুড়ে।

করোনা পরিস্থিতিতে মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে ওষুধ কিনে দেওয়া, বাজার করে দেওয়া এবং যাবতীয় প্রয়োজনীয় কাজ করে পৌঁছে দিচ্ছে তারা আক্রান্তদের বাড়িতে।

করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই মধ্যমগ্রামের মা অন্নপূর্ণা কোভিড হেল্পডেস্ক মানুষের সাহায্যে প্রতিমুহূর্তে এগিয়ে আসছে।

বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রাম বাজার পরিদর্শন করার উদ্দেশ্য নিয়ে তারা বেরোয়। বাজারের প্রত্যেকটি মানুষের হাতে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন এদিন তারা। তাদের উদ্দেশ্য মানুষকে আরো বেশি করে সচেতন করা।

এখনো বহু মানুষ রয়েছেন যারা কোভিড বিধি উপেক্ষা করেই রাস্তায় চলাচল করছেন। অনেকে আবার মাস্ক পড়ে বের হলেও সেই মাস্ক থেকে যাচ্ছে থুতনিতে। চিকিৎসকেরা বারবার সতর্কবাণী দিয়ে বলছেন একমাত্র মাস্কই হলো করোনার প্রধান অস্ত্র। বৃহস্পতিবার সকাল থেকে সেই অস্ত্রে শান দিলেন তারা।

কিভাবে কাজ চালাচ্ছে মা অন্নপূর্ণা কোভিড হেল্প ডেস্ক?

চালু করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তৈরি করা হয়েছে গ্রুপ। সেই লিংক মানুষের কাছে কাছে ছড়িয়ে দিচ্ছে তারা।যেকোন মানুষ এই মহামারীর মধ্যে পড়লে তাদের সাথে যাতে যোগাযোগ করতে পারে তাই এই এই কৌশল।

উল্লেখ্য গত বছর লকডাউন এর সময় একই ভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছিল। ব্যাতিক্রম নয় এবারও। দিবারাত্র এক করে তারা মধ্যমগ্রামের করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। তাদের এই অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাই আমরাও।

সম্পর্কিত পোস্ট