কোভিশিল্ডের দুই টিকার মধ্যে ১২ থেকে ১৬ সপ্তাহ ফারাক রাখার পরামর্শ সরকারী প্যানেলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার ৬ থেকে ৮ সপ্তাহ পরেই দেওয়া হয় দ্বিতীয় টিকা৷ এবার প্রথম টিকা নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহ পর দ্বিতীয় টিকা নেওয়ার পরামর্শ সরকারি প্যানেলের৷ কোভ্যাকসিনের ক্ষেত্রে কোনও পরামর্শ দেওয়া হয়নি৷

ন্যাশনাল ইউমিনিজেশন টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের তরফে জানানো হয়েছে গর্ভবতী মহিলারা সন্তানের জন্মের পরেই টিকা নিতে পারবেন। SARS-Cov2 নেওয়ার পর শরীর অসুস্থ হলে, সুস্থ হওয়ার ছয় মাস পরেই ভ্যাকসিন নিতে পারবেন।

ন্যাশনাল ইমিউনিজেশন টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের পরামর্শ ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডামিনিস্ট্রেশনের কাছে পাঠানো হয়েছে৷ সমস্ত কিছু দেখেই এতে বদল আনা হবে।

এই নিয়ে তৃতীয়বার কোভিশিল্ডের দ্বিতীয় টিকাকরণের সময়সীমা পিছিয়ে দেওয়া হল। প্রথমে ২৮ দিন থেকে ৬ সপ্তাহ করা হয়েছিল। পরে সেটা বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করার পরামর্শ দেওয়া হল।

ইতিমধ্যেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে বেসামাল গোটা দেশ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬২,৭২৭ জন। গত দু’দিন ধরে আক্রান্তের সংখ্যা সাড়ে লক্ষের কাছাকাছি থাকার পর বৃহস্পতিবার ফের আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পার করেছে৷ মৃতের সংখ্যা ৪,১২০। মোট মৃতের সংখ্যা ২,৫৮,৩১৭ জন।

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬,৭৮১ জন। কেরলে একদিনে আক্রান্ত ৪৩,৫২৯ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত ৩৯,৯৯৮ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০,৩৫৫ জন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ২০,৩৭৭ জন।

সম্পর্কিত পোস্ট