বাংলায় কৃষকদের প্রাপ্য কিষাণ সম্মান নিধি টাকা পৌঁছে দিতে উদ্যোগ নিল রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের প্রচারে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি নিয়ে রাজ্য সরকারের তুলোধোনা করেছিলেন বিজেপির নেতারা। কিন্তু ভোট মিটতেই আর টু শব্দটি করেননি গেরুয়া শিবিরে নেতারা। কিন্তু ভোটের পরে কৃষকদের প্রাপ্য টাকা মনে করাতে ভুলে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য প্রাপ্য অর্থের জন্য প্রস্তুতি শুরু করল রাজ্যের কৃষি দফতর।

নির্বাচনী প্রচারে বিজেপির প্রথম সারীর নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে পৌঁছে দেবে সরকার। এবার সেই টাকাই ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।

এর আগে কৃষকদের খাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য আগেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ইতিমধ্যেই কৃষক নিধি প্রকল্পের অর্থ পাইয়ে দেওয়ার জন্য তালিকা তৈরি করেছে সরকার৷ এর জন্য যাবতীয় কাজ শুরু করেছেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত এলেই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

যদিও কৃষকদের নিয়ে আলাদা করে রাজনীতি শুরু হয়েছিল নির্বাচনের আগে থেকেই। একদিকে কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফে বছরে ৬ হাজার টাকা করে বরাদ্দ করা হয়৷ কিন্তু রাজ্য সরকারের তরফে কৃষকদের জন্য কোনও তালিকা তৈরি করা হয়নি। বরং বলা হয়েছিল রাজ্যের তরফে কৃষকদের জন্য আলাদা করে বরাদ্দ করা হয়েছে।

২১ এর নির্বাচনের আগে দিল্লি সীমান্তের কৃষক আন্দোলনকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু কৃষকদের বঞ্চনার কথা তুলে ধরেন বিজেপি নেতারা। যদিও সেই পালে হাওয়া লাগেনি৷ তাই ক্ষমতায় এসে পাল্টা নরেন্দ্র মোদির সরকারকে চাপে ফেলতে চাইছে রাজ্যের শাসক দল।

সম্পর্কিত পোস্ট