অবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা হোক, নির্মলাকে চিঠি অমিতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্ষমতায় আসতেই কেন্দ্রের ওপর একের পর এক চাপ তৈরি করে চলেছে রাজ্য সরকার৷ এবার জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দেওয়া চিঠিতে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, নিয়মানুযায়ী তিন মাস অন্তর বৈঠক হওয়ার কথা। কিন্তু গত বছরের অক্টোবরের পর আর কোনও বৈঠক হয়নি। অবিলম্বে বৈঠক ডাকার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
চিঠিতে তিনি আরও বলেন, সংবিধানের ২৭৯(এ) এবং ২৭৯(এ)(৮) মেনে অবিলম্বে বৈঠক ডাকা উচিত। প্রত্যেক তিন মাস অন্তর বৈঠক হওয়ার কথা। কিন্তু গত বছরের পর আর বৈঠক হয়নি। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়ম বজায় রাখতে পারে না বলে দাবী করেন তিনি।
গত বছর লকডাউনের কারণে দেশের অর্থব্যবস্থা বিপর্যস্ত হয়। তা কাটিয়ে উঠতে না উঠতেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে আর্থিকভাবে জর্জরিত গোটা দেশ। এমত অবস্থায় ভার্চুয়ালি বৈঠকের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আবেদন জানান অমিত মিত্র।