লকডাউনের মধ্যেও যথারীতি চলবে টিকাকরণ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউনের মধ্যেও টিকাকরণ প্রক্রিয়া চালু থাকবে। নবান্নের তরফে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল। তবে টিকাদান কেন্দ্রে কিভাবে গ্রাহক পৌঁছবে তার দায়িত্ব নিজেকে নিতে হবে।
উল্লেখ্য করোনা সংক্রমণে লাগাম টানতে রবিবার থেকে 15 দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এ দিন অর্থাৎ শনিবার দুপুর 12 টায় সাংবাদিক সম্মেলন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন করোনা সংক্রমণ আটকাতে নতুন বিধিনিষেধ ঘোষণা করছে রাজ্য সরকার।
রবিবার থেকে আগামী 15 দিন রেলের পাশাপাশি সমস্ত গণপরিবহন বাস-ট্যাক্সি অটো চলাচল নিষেধাজ্ঞা জারি করা হল। মুখ্যসচিবের এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়। তাহলে কিভাবে টিকাকরণ কর্মসূচি চলবে। সাধারণ মানুষ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে?
যদিও এ সমস্ত ধোঁয়াশার উত্তর দিয়েছে নবান্ন। রাজ্যের শীর্ষ প্রশাসনিক দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউনের মধ্যেও টিকাকরণ কর্মসূচি চলবে। ক্ষেত্রে সাধারণ মানুষকে গাড়ি ভাড়া করে টিকাকরণ কেন্দ্রগুলিতে পৌঁছতে হবে।
ইজরায়েলি এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে গেল সংবাদমাধ্যমের অফিস
অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য অফিস বা হাসপাতালগুলি নিজস্ব গাড়ির ব্যবস্থা করবে তাতেই যাতায়াত করবেন স্বাস্থ্যকর্মীরা। কারন মানুষ চাইলে হেঁটে কিংবা সাইকেল বাইকে টিকাদান কেন্দ্রে যেতে পারেন। তাতে কোনো বিধি-নিষেধ করা হচ্ছে না।