Covid-19: ২৪ ঘন্টায় কমেছে আক্রান্তের সংখ্যা, বেড়েছে সুস্থতার হার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবার সকাল থেকে লাগু হয়ে গিয়েছে বিধি নিষেধ। করোনার শৃংখল ভাঙতেই লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এরই মাঝে আশার আলো। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৭জন।মৃত্যু হয়েছে 146 জনের। এই মুহূর্তে গোটা রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লাখ 31 হাজার 805 জন। সুস্থতার হার 87.20। 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 19 হাজার 113 জন।

রাজ্যের অন্যান্য জেলায় গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে উদ্বেগজনক জায়গায় রয়েছে উত্তর 24 পরগনা। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 4116 জন। মৃত্যু হয়েছে 39 জনের ।কলকাতায় মৃত্যু হয়েছে 33 জনের।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা 1 হাজার 236 জন, হুগলি 1 হাজার 339 জন, হাওড়া 1 হাজার 222 জন, পশ্চিম বর্ধমান 696 জন, পূর্ব বর্ধমান 605 জন, পূর্ব মেদিনীপুর 849 জন, পশ্চিম মেদিনীপুর 903 জন, ঝাড়গ্রাম 157 জন, বাঁকুড়া 544 জন, পুরুলিয়া 184 জন, বীরভূম 363 জন, নদিয়া 994 জন, মুর্শিদাবাদ 320 জন, মালদা 214 জন, দক্ষিণ দিনাজপুর 158 জন, উত্তর দিনাজপুর 278 জন, জলপাইগুড়ি 435 জন, কালিম্পং 85 জন, দার্জিলিং 509 জন, কোচবিহার 300 জন, আলিপুরদুয়ার 159 জন।

দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু ফের চার হাজারের গন্ডি ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্হ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন, 3 লক্ষ 11 হাজার 170 জন। মৃত্যু হয়েছে 4 হাজার 77 জনের। এই সময়ে সুস্হ হয়ে উঠেছেন 3 লক্ষ 62 হাজারের বেশি রোগী। আরোগ্যের হার বেড়ে হয়েছে 84.25 শতাংশ।

এপর্যন্ত 2 কোটি 47 লক্ষের কাছাকাছি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সংক্রমণ মুক্ত হয়েছেন, প্রায় 2কোটি 8 লক্ষ। এপর্যন্ত 18 কোটি 22 লক্ষ 20 হাজারের বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট