কোথায় মুকুল, শুভেন্দু ? নারদ কাণ্ডে গ্রেফতারির পর প্রশ্ন তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : নারদ মামলায় গ্রেফতার রাজ্যর মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র ও বিজেপি নেতা শোভন চ্যাটার্জী। তোলপাড় রাজ্য রাজনীতি। আজই তাদের আদালতে তোলা হবে। আজই চার্জশীট পেশ করবে সিবিআই।এসএমএইচ মির্জার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে বলে সূত্রের খবর৷ ফিরহাদ হাকিম জানান, আদালতেই এর লড়াই হবে।
এই ঘটনার পরই নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিধানসভা নির্বাচনে লজ্জাজনক পরজয়ের পর প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পদক্ষেপ। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র সরকার তাদের এজেন্টকে দিয়ে যে আচরণ করছে তা লজ্জাজনক।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের গ্রেফতার করার ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। তৃণমূল নেতা সৌগত রায় বলেন,বর্বরের মত আচরণ করছে বিজেপি।
সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বহুদিন আগেই সিবিআইয়ের কাছে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আমি নিজের লোকসভার স্পিকারের কাছে অনুমোদন চেয়েছিলাম। কিন্তু বিজেপি এবং তৃণমূলের সম্পর্কের বোঝাপড়ার কারণে তা হয়নি। পরে হাইকোর্টেও গিয়েছিলাম। সেখানে বলা হয় অনুমোদনের প্রয়োজন নেই৷ সিবিআই ঠিক কাজ করেছে এখন এই অভিযুক্ত যারা ছিল যাদেরকে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁদেরকে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, প্রশ্ন হল তবে কি সাংসদ যারা অভিযুক্ত রয়েছে সৌগত রায়, প্রসুন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ প্রাক্তন সাংসদ মুকুল রায়, শুভেন্দু অধিকারী সকলের বিরুদ্ধে স্পিকারের অনুমোদন নিয়ে চার্জশিট গঠন করা হোক। তাহলে এই গোটা তদন্তের পূর্ণতা পাবে। অবিলম্বে নারদ কাণ্ডের বিচার প্রক্রিয়া চালু করতে হবে৷