Narada Case- প্রায় ছয় ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বের হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় ছয় ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বের হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফিরহাদ-সুব্রতরা গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসের উদ্দেশে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এগারোটার কিছুটা পরেই পৌঁছে যান নিজাম প্যালেসে ৷ এখনও সেখানে রয়েছেন তিনি ৷
তাঁর অভিযোগ, সিবিআই বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করে নিয়ে এসেছে ৷ তৃণমূলের আইনজীবী অনিন্দ্য রাউত জানান মমতা সিবিআই কর্তাদের বলেন, “যেভাবে যথাযথ পদ্ধতি ছাড়াই তাঁদের গ্রেফতার করা হয়েছে, সিবিআইকে আমাকেও গ্রেফতার করতে হবে ৷”
এদিন সকালে ফিরহাদ, সুব্রত, মদন এবং শোভনের বাড়িতে সিবিআই পৌঁছায় ৷ জিজ্ঞাসাবাদের জন্য বেশ নাটকীয়ভাবে তাঁদের আটক করে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে ৷ নিজাম প্যালেসে আসার সময় সংবাদমাধ্যমের সামনে ফিরহাদ হাকিম বলেন, “আমরা কোর্টে দেখে নেব ৷”
‘শুভেন্দুর কী হল? শুভেন্দুও আমার কাছ থেকে টাকা নিয়েছিল- ম্যাথু স্যামুয়েল
তাঁকে যথাযথ অনুমোদন ছাড়াই গ্রেফতার বলেও তিনি অভিযোগ করেন ৷রাজ্যপাল জগদীপ ধনকড় চলতি মাসের শুরুতেই এই চারজনের বিরুদ্ধে তদন্তে সিবিআইকে সবুজ সংকেত দেন ৷ জানুয়ারি মাসে সিবিআইকে তিনি এই মামলায় চার্জশিট পেশের অনুমোদন দেন ৷
অভিযোগ, বিধায়কদের গ্রেফতার করার আগে বিধানসভার স্পিকারের অনুমোদন লাগে ৷ কিন্তু এক্ষেত্রে বিধানসভার স্পিকার অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যয়কে কিছু জানানো হয়নি সিবিআইয়ের তরফে ৷ তারা সরাসরি রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য দরবার করে ৷
এবিষয়ে রাজ্যপাল তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এদিন সকালে গ্রেফতার হওয়া চারজন শুধু বিধায়কই ছিলেন না, তাঁরা মন্ত্রীও ছিলেন ৷ গত 2011 বিধানসভার নির্বাচনের পর তাঁরা রাজ্যপালের কাছেই মন্ত্রী হিসাবে শপথ নেন ৷ তাই এক্ষেত্রে অনুমোদন দেওয়ার ক্ষমতাও তাঁর আছে ৷
তবে এই যুক্তি তুড়ি মেরে উড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন, এদিন ফিরহাদ হাকিমদের গ্রেফতারি আইন মেনে সঠিক ভাবে হয়নি ৷