Narada Case- নারদা কান্ডে ৪ জনের জামিন মঞ্জুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারদ কান্ডে শোভন চট্টোপাধ্যায়,মদন মিত্র, ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় জামিন মঞ্জুর করল আদালত। এদিন সকালে গ্রেফতার করা হয় তাদের। সন্ধ্যার পর তাদের জামিন হয়ে যায়।
সোমবার সকাল থেকেই শহর কলকাতায় তুঙ্গে উত্তেজনার পারদ। তৃণমূল মন্ত্রী, বিধায়কদের গ্রেফতারি নিয়ে রাজ্যজুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। সোমবার সকাল থেকে নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। এরপর রাজভবনের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। ছয় ঘন্টা পর নিজাম প্যালেস ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দোপাধ্যায়।
সিবিআইয়ের মুখপাত্র আর সি যোশী সংবাদমাধ্যমে জানান, তৃণমূলের নেতাদের আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। আইনে বলা রয়েছে যে রাজ্যপালের থেকে অনুমতি নিয়েও গ্রেফতার করা যেতে পারে। এক্ষেত্রে তাই করা হয়েছে। আইনের সমস্ত নীতি মেনেই কাজ করছে সিবিআই আধিকারিকরা। আজকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম,সুব্রত মুখোপাধ্যায়,বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আরেক জন অভিযুক্ত আইপিএস অফিসার সৈয়দ মহম্মদ হুসেন মির্জাকে আগেই গ্রেফতার করা হয়েছিল। আপাতত জামিনে মুক্ত রয়েছেন তিনি।
নারদা মামলায় ৪ রাজনৈতিক নেতাকেই ভিডিওতে সরাসরি টাকা নিতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গেছে ফিরহাদ হাকিম ৫ লাখ টাকা ঘুষ নিচ্ছেন, সুব্রত মুখোপাধ্যায় ৫ লাখ, মদন মিত্রকে ৫ লাখ ও শোভন চট্টোপাধ্যায়কে ৪ লাখ টাকা নিতে দেখা গিয়েছে। আর তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে এই ৪ নেতাকে।