ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশঃ আমফানের থেকেও হয়ে উঠতে পারে শক্তিশালী, মত আবহবিদদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গতবছরের লকডাউনের স্মৃতি এখনো টাটকা। সেইসঙ্গে 170 থেকে 180 কিলোমিটার বেগে আছড়ে পড়া ঘূর্ণিঝড় আমফানের ক্ষত এখনো মেটেনি। বছর ঘুরতে না ঘুরতেই ফের মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

সূত্রের খবর সম্ভবত চলতি সপ্তাহেই আছড়ে পড়তে পারে সুন্দরবন উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করেছে একটি নিম্নচাপ। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভবত 23 থেকে 25 শে মে এর মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায়। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে যশ। আবহবিদেরা জানাচ্ছেন ওমান ঝড়ের নামকরণ করেছে।

যশের তাণ্ডব সুন্দরবনেই নয়, ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। ঘূর্ণিঝড় যশ হয়তো আমফানের থেকেও মারাত্মক হয়ে উঠতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে সুন্দরবনের দিকে। সুন্দরবনের আছড়ে পড়ার পর অভিমুখ পরিবর্তন করে বাংলাদেশের দিকে চলে যেতে পারে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে নাজেহাল আমজনতা। বঙ্গোপসাগরে নিম্নচাপ এর জেরেই এই গরম বলে জানাচ্ছেন আবহবিদেরা। শুধু তাই নয় গত 24 ঘন্টায় এক ধাক্কায় 5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তাপমাত্রা। আগামী দিনে আরো বাড়বে।

তৌকতের দাপটে গুজরাত সহ চার রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি

আবহবিদদের কোথায় গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব পড়েছে দেশের আবহাওয়ায়। চলতি বছরে ঘূর্ণিঝড় তাওকাটে আছড়ে পড়েছে পশ্চিম ভারতে। মহারাষ্ট্র, গুজরাটে তান্ডব লীলা চালিয়েছে এই ঘূর্ণিঝড়। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন কর্ণাটক, কেরল,মুম্বাই সহ উপকূলবর্তী এলাকা গুলি।

সম্পর্কিত পোস্ট