সস্ত্রীক করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

দ্যা কোয়ারি ডেস্ক: সস্ত্রীক করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন মীরা ভট্টাচার্য্য।

করোনা আক্রান্ত হলেও বাড়িতেও রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছে, যে বিষয়ে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।

জানা গিয়েছে মীরা ভট্টাচার্যের শরীরে করোনার উপসর্গ ছিল গত দু’দিন ধরে। তড়িঘড়ি তার শারীরিক পরীক্ষা করার পরেই জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। নমুনা পরীক্ষা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। রিপোর্ট পজিটিভ আসে।

এমনিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিওপিডির রোগী। বাড়িতে অধিকাংশ সময়ই তিনি অক্সিজেন সাপোর্টে থাকেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি করোনা আক্রান্ত হওয়ায় যথেষ্ট উৎকণ্ঠিত হয়েছেন চিকিৎসকেরা।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য করোনা আক্রান্ত, এই খবর সামনে আসতেই কর্মী-সমর্থকরাও চিন্তিত হয়ে পড়েছেন।

উল্লেখ্য কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব বাবু। সেখানে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত দু’বছরে এই নিয়ে দ্বিতীয় বার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতেই চিকিৎসা চলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

2021 এর বিধানসভা নির্বাচনে আলিমুদ্দিনের তরফে জানানো হয়েছিল বুদ্ধদেব বাবু সশরীরে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে চান। শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে এবং চিকিৎসকদের পরামর্শে তিনি ভোট দিতে যেতে পারেননি।

শেষ পাওয়া খবর অনুযায়ী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করতে হলেও বুদ্ধদেব বাবু রয়েছেন চিকিৎসকদের কড়া নজরদারিতে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

সম্পর্কিত পোস্ট