দেশে দৈনিক সংক্রমণ কমলেও ভাবাচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত তিন ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার করেনি। স্বস্তির খবর হলেও গত কয়েক দিনে দৈনিক মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়ছে। বুধবার দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৬৭,৩৩৪ জন। মৃত্যু হয়েছে ৪,৫২৯ জনের৷ দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও অবধি সর্বাধিক৷
এই মুহুর্তে দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২,৫৪,৯৬,৩৩০ জন। মোট মৃতের সংখ্যা ২,৮৩,২৪৮ জন। বুধবার নিয়ে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা চার হাজার পার করেছে টানা ১২ দিন। গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ২০,০৮,২৯৬ জনের৷
মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৮,৪৩৮ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০,৩০৯ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ৩১,৩৩৭ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছে ৩৩,০৫৯ জন। অন্ধ্রপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ২১,৩২০ জন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯,৪২৮ জন।
করোনার রাশ টানতে চলছে টিকাকরণের প্রক্রিয়া৷ কিন্তু একাধিক রাজ্যে টিকার ঘাটতি দেখা দেওয়ায় দৈনিক টিকাকরণের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হয়েছে ২৭০ জন চিকিৎসকের৷ দিল্লিতে করোনা সংক্রমণ আরও রাশ টানতে সিঙ্গাপুর থেকে আসা সমস্ত বিমান বন্ধ রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ কোভিডে যেসমস্ত পরিবারের মৃত্যু হয়েছে, তাঁদের সন্তানকে মাসে ২৫০০ টাকা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল৷ সেইসঙ্গে প্রায় ৭২ লক্ষ পরিবারকে ফ্রি রেশন দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট