ফের অমানবিকতার নজির! অসুস্থ বৃদ্ধা মাকে ফেলে পালিয়ে গেল মেয়ে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনাকালে একের পর অমানবিকতার ছবি সামনে আসছে। করোনা যে ছোঁয়াচ রোগ। তাই ঝুঁকি নিতে চাইছেন না পরিবারের সদস্যরাও। ফের অমানবিক দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে। অসুস্থ মাকে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে গেল মেয়ে। কোভিড টেস্ট না হওয়ায় অসুস্থ বৃদ্ধাকে নিচ্ছে না কোন স্বেচ্ছাসেবি সংগঠন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমা টিটাগর তালপুকুর এলাকায়।
টিটাগর থানার অন্তর্গত তালপুকুর করুনাময় রোডে রাস্তার ওপর মঙ্গলবার বিকেলে এক বৃদ্ধা মহিলাকে ফেলে রেখে যায় তাঁর মেয়ে। রাস্তায় খোলা আকাশের নিচে সারারাত কাটান অসুস্থ বৃদ্ধা। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই ভাবে এলাকার বাসিন্দারা অনেকক্ষন একাকী বসে থাকতে দেখেন ওই বৃদ্ধা মহিলাকে।
সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। অসুস্থ অসহায় বৃদ্ধা জানান যে তাঁর মেয়েই তাঁকে সেখানে রেখে দিয়ে চলে গেছে। এলাকার বাসিন্দারা তখন টিটাগড় থানায় অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে গাফিলতি দেখায়।
পুলিশের দাবি কোভিড টেস্ট না করে ওই বৃদ্ধাকে কোন হোমে রাখা যাবে না। কিন্তু সেই প্রক্রিয়া দীর্ঘসময় ব্যাপী। বৃদ্ধার শারীরিক অবস্থা যা ,তাতে সেই পরীক্ষা-নিরীক্ষা পর্যন্ত বেঁচে থাকবেন কিনা তাই সন্দেহ।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বৃদ্ধা সহায়-সম্বলহীন এবং রোগগ্রস্ত। তাই তার মেয়ে দায় মুক্ত হতেই মাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বৃদ্ধার নাম লীলা কর। বয়স ৭৫। তবে তার মেয়ের পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি। মেয়ে ও বাকি পরিবারের খোঁজ চালাচ্ছে টিটাগর থানার পুলিশ।