কড়া নজরদারিতে বাড়িতেই চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসকেরা জানাচ্ছেন স্থিতিশীল রয়েছেন বুদ্ধবাবুর স্ত্রী। অন্যদিকে হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসা করাতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রক্ত পরীক্ষা করা হয় বাড়িতে। করোনা সংক্রমনের পর বুদ্ধবাবুর শরীরে রক্তের যাবতীয় প্যারামিটার কেমন রয়েছে তা দেখার জন্যই এই রক্ত পরীক্ষা, বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

মাঝেমাঝেই ওঠানামা করছে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা। বুধবারই একবার জানা যায়, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা নেমে গিয়েছিল ৮৭তে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে সিওপিডিতে আক্রান্ত বুদ্ধবাবু।

বিগত বছরগুলোতে তাঁর শারীরিক সমস্যা আরও বেড়েছে। বাড়িতেই পোর্টেবল অক্সিজেন সাপোর্টে থাকেন তিনি। তাই তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাপকাঠি ৮৮ থেকে ৯০ এর মধ্যে ঘোরাফেরা করবে। যদি এর থেকেও নীচে নামতে শুরু করে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা, সেক্ষেত্রে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

BREAKING- অনিবার্য কারণবশত আজ হচ্ছে না নারদ মামলার শুনানি

২০১৫ সালে তাঁকে শেষবারের মতো ব্রিগেড সমাবেশে দেখা গিয়েছিল। ২০১৯ সালে তিনি ব্রিগেডের সমাবেশে হাজির হয়েছিলেন। তবে নামতে পারেননি গাড়ি থেকে। ২০২১ এর ব্রিগেড সমাবেশে তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের অনুমতি না মেলায় তিনি হাজির হতে পারেননি ব্রিগেডের মঞ্চে।

চেষ্টা করেছিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বুথে গিয়ে নিজের ভোট টা দেওয়ার। সেখানেও বাদ সাধে শারীরিক অসুস্থতা। মঙ্গলবার বুদ্ধবাবুর সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন কর্মী-সমর্থকরা। তাদের একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন তাদের অভিভাবক। এখনো অনেকটা লড়াই বাকি।

সম্পর্কিত পোস্ট