১০ মিটার অবধি বাতাসে ছড়াতে পারে করোনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিভাজনের কারণে বাড়ছে করোনা ভাইরাসের ক্ষমতা। আশঙ্কা বাড়াচ্ছে ভারতীয় স্ট্রেন। প্রতিদিন কেন্দ্রের তরফে পরিবর্তন করা হচ্ছে নির্দেশিকা। বাতাসে দশ মিটার অবধি ছড়াতে পারে করোনার জীবাণু। করোনার নতুন নির্দেশিকায় এমনটাই জানাল কেন্দ্র৷

কেন্দ্রের বিশেষজ্ঞ টিমের সদস্য কে বিজয়রাঘবন জানিয়েছেন, সঠিক ভেন্টিলেশনের মাধ্যমেই করোনার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ সেইসঙ্গে মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার এবং দুরত্ব বজায় রাখার কথা জানিয়েছেন তিনি।

যাদের কোনও উপসর্গ নেই, তাঁরাও করোনার ছড়াতে পারেন। এমনটাও একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে৷ তাই কোভিড মোকাবিলায় সকলকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে৷

বন্ধ ঘর এবং এসি ঘরে করোনা সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশী। করোনার হাত থেকে পেতে হলে ঘরের দরজা, সুইচ, টেবিল, চেয়ার এবং মেঝে সর্বদা ফিনাইল অথবা ব্লিচিং দিয়ে পরিস্কার করা দরকার৷

করোনার বিরুদ্ধে ব্যবহার করতে হবে ডবল মাস্ক অথবা এন৯৫ মাস্ক। ডবল মাস্কের ক্ষেত্রে একটি সার্জিকাল মাস্ক এবং একটি কাপড়ের মাস্ক ব্যবহার করা জরুরী। সার্জিকাল মাস্ক না থাকলে ডবল মাস্ক ব্যবহার করা দরকার৷ সার্জিকাল মাস্ক একবারই ব্যবহার করা ঠিক হবে।
বদ্ধ ঘরের পরিবর্তে খোলা জায়গায় করোনা সংক্রমণের ঝুঁকি সবচেয়ে কম৷ দরজা জানলা খোলা রাখলে হাওয়া চলাচলের কারণে অনেকটা স্বস্তি মিলতে পারে৷

বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২,৭৬,১১০ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৫৭,৭২,৪৪০ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩,৬৯,০৭৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩,৮৭৪ জনের৷

সম্পর্কিত পোস্ট