তালিকা তৈরি করে করোনা মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশে কোভিড পরিস্থিতি নিয়ে আরও একবার জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার তৃতীয় ঢেউ বিশেষভাবে বাচ্ছাদের ওপর প্রভাব ফেলতে পারে৷ বিশেষজ্ঞদের এই আশঙ্কার পরেই জেলা আধিকারকদের তালিকা তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একইসঙ্গে ভ্যাকসিনের যাতে না অপরচয় হয় সেদিকে দেখার জন্য নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। একমাত্র ভ্যাকসিনের অপচয় বন্ধ করলেই ভ্যাকসিনের ঘাটতি দূর হবে। তবেই করোনা মহামারির দ্বিতীয় ঢেউ থেকে মুক্তি পাওয়া সম্ভব। গ্রামীণ এবং শহরাঞ্চলে যাতে না ভ্যাকসিনের অপচয় হয় সেদিকে দেখার জন্যেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এদিন জেলা আধিকারকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী বলেন, বেশীরভাগ যুবসমাজ এবং শিশুদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশী। তাই নিজ নিজ এলাকায় যুব এবং শিশুদের তালিকা তৈরি করে তদারকির নির্দেশ দেন তিনি। করোনার নতুন ভাইরাস বি.১.৬১৭.২ ভাইরাস বিশেষভাবে আঘাত এনেছে বলে দাবী করেন প্রধানমন্ত্রী৷
করোনা পরিস্থিতিতে সবচেয়ে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মানুষ। তবে দক্ষিণ ভারতে এর প্রভাব সবচেয়ে বেশী দেখা দিয়েছে। কেরল, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজার পার করছে। বৃহস্পতিবার ১১ টি রাজ্যের জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে এই তিন রাজ্যের আধিকারিকরাও উপস্থিত ছিলেন৷ এছাড়াও ছত্তিসগড়, হরিয়ানা, ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির আধিকারিকরা। বৈঠকে পশ্চিমবঙ্গের জেলা আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ে জেলা স্তরের বৈঠক করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নতুন পন্থা বের করে সমাধানের রাস্তা বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একেবারে নিম্ন স্তরে নতুন স্ট্র্যাটেজি তৈরি করে করোনা বিরুদ্ধে লড়াইয়ের রাস্তা বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।