কোনভাবেই বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক-করোনার প্রকোপ কিছুটা কমলেই হবে পরীক্ষা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাতিল হবেনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দায়িত্ব নিয়ে বিকাশ ভবনে বসে এ কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এ দিন তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে এবং তার ফল ও হাতেনাতে মিলছে। পরীক্ষা হবে এটা নিশ্চিত। কবে হবে কিভাবে হবে সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আগামী তিনি ঘোষণা করা হবে।
তবে তিনি এটাও স্পষ্ট করেছেন, অতিমারির বাড়বাড়ন্তের মধ্যে কোনভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। করোনার উপদ্রব কিছুটা কমলে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বসে সিদ্ধান্ত নেবে কবে পরীক্ষা হতে পারে। তবে এটা নিশ্চিত পরীক্ষা হচ্ছেই। পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই।
এদিন ব্রাত্য বসু আরো স্পষ্ট করেছেন, রাজ্য সরকারের তরফ থেকে কিছু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সেফহোম করার কথা ঘোষণা করেছে। কিন্তু সেফহোম করতে গিয়ে ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল বিতরণ ব্যাহত হওয়ার আশঙ্কা করেছিলেন কেউ কেউ।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের টিকাকরণের জন্য কুড়ি লক্ষ ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
শিক্ষা মন্ত্রী সকলকে আশ্বস্ত করে বলেছেন, করোনা আবহে স্কুলগুলোকে যেমন সেফহোমে রূপান্তরিত করা হচ্ছে। সে ক্ষেত্রে স্যানিটাইজেশন ও অন্যান্য বিষয় গুলি যেমন গুরুত্বসহকারে বিচার বিবেচনা করা হচ্ছে, একইভাবে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল বন্ধ হবে না। এক্ষেত্রে তারা যেমন মিড-ডে-মিল পাচ্ছিলেন তেমন করেই মিড ডে মিল পাবেন।
উল্লেখ্য করোনা থেকে আরোগ্য লাভের পর এদিনই প্রথম বিকাশ ভবনে এলেম শিক্ষা মন্ত্রী। দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে পরিচয় পর্বের পর শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, তার পূর্বসূরী পার্থ চট্টোপাধ্যায় যেভাবে শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন, তিনিও একইভাবে কাজ করে যেতে চান।
https://youtu.be/lg1I0T_4WFU