পরিবারহারা সন্তানদের জন্য নিখরচায় শিক্ষায় দায়িত্ব নিক কেন্দ্র, প্রধানমন্ত্রীকে চিঠি সোনিয়ার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়েছেন একাধিকবার। এবার পরিবারহারা সন্তানদের নিখরচায় শিক্ষার দাবী চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে চিঠি লিখলেন কংগ্রস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই চিঠি টুইটারে প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷

চিঠিতে সোনিয়া গান্ধী লেখেন, অনেক পরিবারের শিশুরা রয়েছে, যারা কোভিডের কারণে পরিবারকে হারিয়েছে। তাঁদেরকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে চলা জওহর নবোদয় বিদ্যালয়গুলিতে বিনা খরচে শিক্ষা প্রদানের কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কোভিডের কারণে অনেকের জীবনে দুর্ঘটনা ঘটেছে। যে কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। সরকারের উচিত শিশুদের ভবিষ্যতের কথা ভেবে বিনা খরচে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা৷

অনেকেই রয়েছেন যারা পরিবারের স্বজনহারা হয়েছেন। যার ফলে অনেকেই অবসাদে ভুগছে। এমত অবস্থায় সরকারের এগিয়ে আসা উচিত।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে জওহর নবোদয় বিদ্যালয় চালু হয়। যেখানে গ্রামীণ এলাকাগুলিতে আসা ছাত্রদের শিক্ষার অগ্রাধিকার মেলার কথা উল্লেখ করা হয়। গ্রামীণ এলাকার মেধাবী ছাত্রদের জন্য সহায়ক হয়ে ওঠে এই প্রকল্প৷ দেশে এই মুহুর্তে ৬৬১ টি নবোদয় স্কুল রয়েছে৷ সেখানেই পরিবারহারা শিশুদের জন্য বিনা খরচে চিকিৎসার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি টুইটারে শেয়ার করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, কোভিডের কারণে অবসাদে ভুগছে শিশুরা। পরিবারহারা শিশুদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী।

সম্পর্কিত পোস্ট