ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ শোভনদেব চট্টোপাধ্যায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ শোভনদেব চট্টোপাধ্যায়ের। বাড়ি থেকে বেরিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। স্পিকারের কাছে গিয়ে নিয়ম মাফিক পদত্যাগপত্র জমা দেবেন তিনি বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রুদ্রনীলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আচমকা শুক্রবার সকালে তার এই সিদ্ধান্ত আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। তিনি বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত ঘুনাক্ষরেও টের পাওয়া যায়নি এমন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠতে শুরু করেছে কেন তিনি এরকম সিদ্ধান্ত নিলেন?

সূত্র মারফত জানা যাচ্ছে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হবার পর ভবানীপুরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন ভবানীপুর ছেড়ে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। ভোটের ফলাফল এক মাসের মধ্যেই শোভন দেব চট্টোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নতুন করে জল্পনা তৈরি করবে।

নারদকাণ্ডে রায়ঃ ভিডিওকলে আধিকারিকদের সঙ্গে দেখা ও ফাইলের কাজ সারতে হবে অভিযুক্তদের

তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরায় ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়ানো তাৎপর্যপূর্ণ। কারো নির্বাচনের আগেই বিজেপি নেতৃত্বরা অভিযোগ তুলেছিলেন ভবানীপুর কেন্দ্র থেকে অনেক মানুষই চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ফের প্রার্থী হন। একই সঙ্গে ভবানীপুরের বাসিন্দাদের অভিযোগ ছিল খোদ মুখ্যমন্ত্রী সেখানে বিধায়ক হওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি।

তবে এখন প্রশ্ন তাহলে ভবানীপুর থেকে যদি পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন শোভন দেব চট্টোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে?

উল্লেখ্য একদিকে যখন নারোদা মামলায় ফিরহাদ হাকিম মদন মিত্র সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে টানাপোড়েন অব্যাহত ঠিক সেই মুহুর্তে দাঁড়িয়ে শোভন দেব চট্টোপাধ্যায় ইস্তফা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভবানীপুর কেন্দ্র থেকে ইস্তফা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট