কোথায় ল্যান্ডফল ঘূর্ণিঝড় ‘যশ’-র ? উপান্নে কন্ট্রোলরুম, জেলায় জেলায় বাড়তি সতর্কতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ মঙ্গলবার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সোমবারের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল কোথায়।ওড়িশা লাগোয়া মেদিনীপুর নাকি বাংলাদেশ লাগোয়া সুন্দরবন,আপাতত নজর রয়েছে সেদিকেই।

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা জেলায় প্রশাসনিক স্তরে ঝড় মোকাবিলায় সব রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবারই শীর্ষ আধিকারিক,জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আম্ফান ঘূর্ণিঝড়ের যেভাবে তছনছ হয়ে গিয়েছিল সবকিছু এবার তাই আগে থেকেই সতর্ক তিনি। নবান্নের পাশে প্রশাসনিক ভবন উপন্যাসে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। খোলা হয়েছে কন্ট্রোল রুম।যেগুলি হল ১০৭০ ও o৩৩ ২২১৪৩৫২৬।

কোভিড বিধি মেনেই সোয়েটার তৈরি নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভাকে। একইসঙ্গে চিহ্নিত করতে বলা হয়েছে সম্ভাব্য বিপজ্জনক এলাকা গুলিও। প্রয়োজনে সেখানে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

ঝড়ে গাছ ভেঙে গেলে দ্রুততা সরানো প্রস্তুতি রাখতে বলা হয়েছে। নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ যেন কোন খামতি না থাকে সেদিকে দৃষ্টি দেওয়া হয়েছে। আপাতত বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যারা যুক্ত তাদের সমস্ত ছুটি বাতিল। জেলা এবং কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট