কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যরাতে সুপ্রিম কোর্টে CBI

দ্য কোয়ারি ডেস্ক : নারদ কান্ডে ফের নাটকীয় মোড়। রবিবার রাত ১২টা নাগাদ এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। অনলাইন মারফত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।

শুক্রবার হাইকোর্টের এই মামলার শুনানির সময় দুই বিচারপতির রায়ে মতপার্থক্য তৈরি হয়।হলে বৃহত্তর বেঞ্চে চলে যায় মামলা। সোমবার সকালে বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

CBI হাজির হচ্ছে সুপ্রিম কোর্টে, যা অত্যন্ত দুঃখজনকঃ সিঙভি

পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছাড়াও আছেন বিচারপতি আই পি মুখার্জী, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন ও  বিচারপতি অরিজিৎ ব্যানার্জী।  যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন এই চার অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায়। শোভন চ্যাটার্জি, ফিরহাদ হাকিম,মদন মিত্রকে হাউস অ্যারেস্ট এর নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য 17 ই মে থেকে তারা রয়েছেন জেল হেফাজতেই।

সুপ্রিম কোর্টেই শুনানি চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই সূত্রের খবর। জামিন মামলার জন্য যে শুনানি হওয়ার কথা ছিল তার বিরুদ্ধেই স্থগিতাদেশের আবেদন করা হয়েছে।

সুতরাং, ১১ টায় বৃহত্তর বেঞ্চে শুনানি স্থগিত হয়ে যাওয়ার সম্ভবনাই রয়েছে। আজকেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে। আগেই শীর্ষ আদালতে কেভিয়েট দাখিল করে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী দল। বলা যেতে পারে কার্যত তাতেই শীলমোহর পড়ল এদিন।

সম্পর্কিত পোস্ট