নিম্নচাপ থেকে ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘যশ’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার আবহাওয়াবীদরা জানাচ্ছেন নিম্নচাপ থেকে ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে যশের। আনুমান উত্তর এবং উত্তর-পশ্চিমে বইবে এই ঝড়। বুধবার আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকুলে।

বর্তমানে দীঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান ঘুর্ণিঝড় যশ এর। আবহাওয়াবীদদের অনুমান আগামী ২৪ ঘন্টায় আরও শক্তিশালী হবে যশ। এর পর শক্তি বাড়িয়ে বুধবার আছড়ে পড়বে উপকুলে।

সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। সোমবার থেকেই রাজ্যের একাধিক জায়গায় হাল্কা এবং ভারী বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহাওয়াবীদরা।

ঘূর্ণিঝড় ‘যশ’ নিয়ে ক্রমেই আশঙ্কা বাড়ছে রাজ্যে। গতিমুখ বদলে ক্রমে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। উপগ্রহ চিত্রে তেমনি ইঙ্গিত মিলেছে।

যদিও আবহাওয়া দফতরের তরফ থেকে এখনই এই নিয়ে কিছু বলা হয়নি। তবে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বাংলা-ওড়িশা উপকূলের বদলে সরাসরি দীঘা-শঙ্করপুর উপকূলে এসে ধাক্কা মারতে পারে ঘূর্ণিঝড় যশ।

আবহাওয়াবিদরা বলছেন, উপগ্রহ চিত্র বিশ্লেষণ করলেই বোঝা যাচ্ছে সামান্য হলেও গতিপথ পরিবর্তন করছে ঘূর্ণিঝড় যশ। দ্য ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম ওয়েদার ফোরকাস্ট-এর অনুমান অনুসারে বাংলায় ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় ।মঙ্গলবার থেকেই বৃষ্টিপাত শুরু হবে রাজ্যে।

জানা যাচ্ছে, স্থলভাগে প্রবেশের সময় ঘন্টায় এর গতিবেগ থাকবে প্রায় ১১০ কিমি। তারই সঙ্গে ওইদিন পূর্ণিমা থাকায় সমুদ্রে ৬ মিটার পর্যন্ত জলোচ্ছাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তন হওয়ায় বঙ্গে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ সহ রাজ্য প্রশাসনকেও তত্‍পরতার সঙ্গে কাজে লাগানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট