নারদাকাণ্ডে আরও একবার আইনি জটিলতা, বুধবার ফের শুনানি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারদাকাণ্ডে আরও একবার আইনি জটিলতায় চার নেতা। পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে স্থগিতাদেশ দেওয়া হয়। স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। আগামীকাল তিনি উপস্থিত না থাকার কারণে মামলা বুধবার আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন বেলা ১২ টা নাগাদ শুরু হয় মামলা। কোন কোন ইস্যুতে মামলার শুনানি হবে সেগুলিকেই ফ্রেম করা হল।
তবে বুধবার সেই মামলার শুনানির কথা। কিন্তু ঘুর্ণিঝড় যশের কথা মাথায় রেখে বুধবার মামলার শুনানি হবে নাকি সেটাও একটা বিষয়।
CBI এর আর্জি খারিজ, মামলা চলছে হাইকোর্টে
তবে সিআরপিসি ৪০৭ সহ একাধিক বিষয় নিয়ে এদিন আদালতে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। যে সমস্ত বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে তা থেকে আগামী দিনে মামকার দ্রুত অগ্রগতি হবে বলে আশাবাদী দুই পক্ষ।
এর মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শুনানি জন্য রেজিস্ট্রার জেনারেলের কাছে নাম লেখায় সিবিআই। তাই মামলায় স্থগিতাদেশ চাওয়া হয়েছিল সিবিআইয়ের তরফে। যদিও তা খারিজ করে দেয় আদালত।যদিও এর প্রেক্ষিতে অভিষেক মনু সিংভি বলেন, সিবিআইয়ের এর আগে এত ভুমিকা দেখা যায়নি। যা ইচ্ছে তাই করছে।