বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার শতাধিক তীর-ধনুক, ত্রিশূল, বল্লম-গ্রেপ্তার ১

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ    বিজেপি কর্মীর বাড়ি থেকে শতাধিক তীর-ধনুক, ত্রিশূল, বল্লম উদ্ধার। এই ঘটনায় গ্রেপ্তার ১। ঘটনাস্থল বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার বিশপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মামুদপুর গ্রাম।

সন্তোষ গাইন এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। প্রতিবেশী এক আত্মীয় প্রীতম গাইন সম্পর্কে তার ভাইপো। কাক-ভাইপোর মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বচসা। কখনও কখনও তা চরম আকার ধারণ করে।

রবিবার রাত্রিবেলা অশান্তি চরমে ওঠে। তখনি ঘরের মধ্যে দেখা যায় প্রচুর ধারালো অস্ত্র মজুত করে রেখেছে কাকা সন্তোষ গাইন। এই নিয়ে ভাইপোকে ভয় দেখায়। প্রতিবাদ করলে  তার হাত ভেঙ্গে দেয় বলে অভিযোগ কাকার বিরুদ্ধে।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘরে ঢুকে দেখে সন্তোষ গাইনের ঘরের মধ্যে প্রচুর বল্লম, ত্রিশূল, তীর-ধনুক প্রচুর পরিমানে মজুত করা রয়েছে। গ্রামবাসীরা হাতেনাতে পাকড়াও করে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে ছুটে আসে হাসনাবাদ থানার পুলিশ। পুলিশ এসে বিজেপি কর্মী সন্তোষ গাইনকে জিজ্ঞাসাবাদ করে। জেরায় সে স্বীকার করে গোটা ঘটনা। তারপর তাকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ।

‘যশ’-র আতঙ্কে কাঁপছে বাংলা, বিপুল ক্ষতির সম্ভাবনায় মাথায় হাত চাষীদের

সোমবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ওই এলাকায় ব্যাপক পরিমাণে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওই বিজেপি কর্মীর বাড়িতে এত অস্ত্র কোথা থেকে এলো প্রশ্ন তুলছেন স্থানীয়রা।  কেউ ঘরে ঢুকিয়ে দিয়েছে, নাকি পুরনো কোন শত্রুতার জের?  নাকি রাজনৈতিক হিংসায় এই ঘটনা ঘটেছে? পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

সম্পর্কিত পোস্ট