“আরো শীত বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে “

সারাদিন প্রাকটিস স্কুল এসব করে এসে ক্লান্ত শরীরে বাবা কে ফুচকা খাওয়ানোর জন্য বাটি টা এগিয়ে দিতে হতো ! ক্যাশ বাক্সের সামনে ক্লান্ত শরীর টাকে দাড়িয়ে থাকতে হতো সমানে।

অয়ন মিত্র

বড্ড ঠান্ডা ! শীতে কাতরাচ্ছে একটা ১২-১৩ বছরের ছেলে । সম্বল মাত্র একটা চাদর । নিজের বাবা কি করে একফালি ঢেকে রাখেন নিজেকে ওই অবস্থায় ! দিয়ে দিলেন ছেলেকে পুরোটাই জড়িয়ে ঘুমানোর জন্য ! ছেলে সেদিন থেকেই প্রতিজ্ঞা নিলো – না ! এই অবস্থা কে সম্মান দিয়ে এগিয়ে যেতে হবে

সারাদিন প্রাকটিস স্কুল এসব করে এসে ক্লান্ত শরীরে বাবা কে ফুচকা খাওয়ানোর জন্য বাটি টা এগিয়ে দিতে হতো ! ক্যাশ বাক্সের সামনে ক্লান্ত শরীর টাকে দাড়িয়ে থাকতে হতো সমানে।

আরও পড়ুনঃ নীল ধ্রুব তারা

তবু স্বপ্ন দেখতে ছেলে টা ছাড়েনি !

পাকিস্তানের বিরুদ্ধে শেষ ৬ টা শুধু ৬ না । নিজের সব প্রতিকূলতা কে সপাটে থাপ্পর মেরে ফেলে দেওয়া।

এই যাত্রা পথে ওই প্রতিকূল রাত গুলো বোধ হয় ছেলে টাকে আরো দৃঢ় করে তুলেছিল

একটাই কথা !

সম্পর্কিত পোস্ট