অগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক জুলাইয়ের শেষ সপ্তাহে: মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছে ছাত্রছাত্রীরা। কবে সিবিএসই, আইসিএসই, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট বা টেট হবে কেউ জানে না। এরই মধ্যে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে সবিস্তার ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করবেন। তবে নীতিগতভাবে স্থির হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরে হবে। অগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসের শেষ সপ্তাহে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিড বিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে সিট পড়বে। কারণ, ছাত্রছাত্রীরা নিজের স্কুলে পরীক্ষা দিতে পারলে সুবিধা হয়। বাড়ির সামনের স্কুলে পরীক্ষা হলে বাসে করে যেতে হয় না। সাবজেক্ট যাতে কমিয়ে দেওয়া যায় তাও দেখা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে করার কারণ রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও প্রবেশিকা পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী এ বার ১২ লক্ষের কিছু বেশি।

আবশ্যিক বিষয় রয়েছে ৭টি। অ্যাডিশনাল সাবজেট প্রায় ৩৮ থেকে ৫৮টা রয়েছে। সেই অ্যাডিশনাল সাবজেক্টের জন্য কোনও পরীক্ষা হবে। স্কুলের পরীক্ষায় যে নম্বর ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত বিষয়ে পেয়েছে সেটিই মাধ্যমিক পরীক্ষার নম্বরের সঙ্গে জুড়ে যাবে।তিনি বলেন, সর্বভারতীয় ও আন্তর্জাতিক স্তরে অংশ নিতে পারে সেই কারণেই জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক নেওয়া হবে। আর মাধ্যমিক হবে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট