চার নেতার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারদকাণ্ডে চার হেভিওয়েট নেতার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এদিন ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান চার নেতা। তবে শর্ত হল নারদকাণ্ড নিয়ে মিডিয়ার সামনে তাঁরা মুখ খুলতে পারবেন না। পরবর্তী শুনানি হবে সোমবার বেলা ১২ টায়।
১৭ মে চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নারদকাণ্ডে গ্রেফতার করে সিবিআই। যার মধ্যে রাজ্যের দুই মন্ত্রী রয়েছেন। পরে নিম্ন আদালতে জামিন পেলেও বিষয়টি হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। দুই বিচারপতির বেঞ্চে মতপার্থক্য থাকার কারণে উচ্চতর ডিভিশন বেঞ্চে চলে শুনানি। তবে চার নেতাকে গৃহবন্দী থাকার নির্দেশ দেয় আদালত।
বুধবার মামলার শুনানির কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত হয় সিবিআই। কিন্তু মামলা ফের হাইকোর্টে গড়ায় শুক্রবার চার নেতার জামিন নিয়ে চলে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ।
জামিনের বিপক্ষে শুরু থেকেই ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে জামিন পেলেও বেশ কিছু শর্ত থাকবে তা স্পষ্ট করেন তিনি। পরে অবশ্য কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় চার নেতার পক্ষে যায়।