রেকর্ড গড়ল ভারতে পেট্রোল-ডিজেলের দাম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার মুম্বই সহ দেশের চারট শহরে বাড়ল পেট্রোল-ডিজেলের মূল্য। যার ফলে মাথায় হাত আম জনতার। ১৫ দিন ধরে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। মুম্বইয়ে সেই দাম সেঞ্চুরি পার করেছে।
শনিবার দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৩.৯৪ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে ৮৪.৮৯ টাকা৷
মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ১০০.১৯ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম ৯২.১৭ টাকা। গত বছর দেশের একাধিক শহরে পেট্রোলের দাম ১০০ টাকা পার করেছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজস্থান এবং মধ্যপ্রদেশ।
শনিবার চেন্নাইতে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৯৫.৫১ টকায়। ওই লিটার পিছু ডিজেলের দাম ৮৯.৬৫ টাকা।
কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৩.৯৭ টাকা প্রতি লিটার। প্রতি লিটার ডিজেলের দাম ৮৭.৭৪ টাকা।
যদিও একাধিক রাজ্যগুলির ক্ষেত্রে দাম নির্ভর করে রাজ্য সরকারের কর চাপানোর ওপর৷ করোনা পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের জন্য নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সম্পর্কিত পোস্ট